শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
এবার নামের আগে ‘ডিপ্লোমা ডাক্তার’ বা বিএমএফ (বাংলাদেশ মেডিকেল ফ্যাকাল্টি) পদবির দাবি করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা। এর আগে গত ১২ মার্চ ২০১৩ সাল থেকে চলে আসা বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। সেই সাথে এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ ‘ডাক্তার’ পদবি যুক্ত করতে পারবে না বলে জানিয়ে দেয়।
তবে একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে নামের পূর্বে অন্য কোন পদবি ব্যবহার করত পারবে বলে জানায় হাইকোর্ট। এরই প্রেক্ষিতে নামের পূর্বে ‘ডিপ্লোমা ডাক্তার’ লেখার অনুমতি চাইছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা।
তাদেরকে নামের আগে বা পরে ডাক্তার, চিকিৎসক বা ফিজিশিয়ান শব্দ ব্যবহার করতে দেয়া স্বাস্থ্য ব্যবস্থার জন্য হুমকির পাশাপাশি তাদের প্রতারণার দ্বার উন্মোচন করতে পারে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের।
প্ল্যাটফর্ম/এমইউএএস