শনিবার, ০৮ মার্চ, ২০২৫
আজ সারাদেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই ঘণ্টার কর্মবিরতির কারণে বন্ধ ছিল বেশিরভাগ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা। একই চিত্র চলমান ছিল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালেও (নিউরোসায়েন্স হাসপাতাল)।

এতেই ঘটে বিপত্তি! বিশেষজ্ঞ চিকিৎসকেরা কর্মবিরতিতে থাকায় ক্ষিপ্ত হয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের বহির্বিভাগে ভাঙচুর করেছেন রোগী স্বজনরা।
নিউরোসায়েন্স হাসপাতালের একজন সহযোগী অধ্যাপকের বরাতে জানা গেছে, “কর্মবিরতির কারণে ক্ষিপ্ত হয়ে প্রথমে তারা চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে নিউরোসায়েন্স হাসপাতালের অভ্যর্থনা কক্ষ ভাংচুর করেছে। এ সময় কয়েকজন চিকিৎসকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে তাদেরকে হেনস্তা করেছে রোগীর স্বজনরা।”
প্ল্যাটফর্ম/এমইউএএস