গত ২ জানুয়ারী সোমবার বিকাল থেকে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, কমপ্লেক্সের নিখোঁজ ছিলেন চিকিৎসক সুমন সিকদার। এরপর বেশ কয়দিন তাকে খোঁজাখুঁজি করা হলেও কোথাও পাওয়া যায় নি। এরপর আজ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাওয়া গেল তার মৃতদেহ।
সুমন সিকদার বিসিএস ক্যাডার ছিলেন এবং এফসিপিএস প্রথম পর্বের পাঠও চুকিয়েছেন পাশাপাশি। তিনি খুলনা মেডিকেল কলেজের কে-১৬ ব্যাচে ছিলেন।
এক সুত্র থেকে জানা যায়, সুমনের বাবা মাগুরা সদর উপজেলার বেঙ্গা গ্রামের সুকুমার সিকদার বলেন, সুমন ২০১৪ সালে ওই হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেয়। অবিবাহিত সুমন মাগুরা শহরের কলেজপাড়ায় একাই ভাড়া বাসায় থাকত। গত সোমবার বিকেলে কর্মস্থল (শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স) থেকে সে ভাড়া বাসায় ফিরে আসে।
সুকুমার শিকদার বলেন, পাশের বাসার ভাড়াটেরা তাঁদের জানিয়েছেন, সুমন বাসায় আসার কিছুক্ষণ পর আবার বের হয়ে যান। এরপর থেকে গত ছয় দিন যাবৎ তিনি নিখোঁজ রয়েছেন। তবে তাঁর মুঠোফোনটি ভাড়া বাসায় পাওয়া গেছে।
সুমনের বাবা আরও বলেন, গত কয়েক দিন তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ করে সুমনের সন্ধান পাননি। তবে সে বিভিন্ন সময় দুশ্চিন্তাগ্রস্ত থাকত। এ ব্যাপারে সুমনের বাবা মঙ্গলবার সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা বলেন, তাঁদের ধারণা, সুমন সিকদার স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছেন। কারণ তাঁর মুঠোফোন, ব্যাগ সবই বাসায় রয়েছে।
মাগুরার সিভিল সার্জন এফ বি এম আবদুল লতিফ সাংবাদিকদের বলেন, সুমন সিকদার সর্বশেষ গত সোমবার কর্মস্থলে গিয়েছিলেন। তারপর থেকে তিনি অনুপস্থিত রয়েছেন।
আর কতো!!! প্রশাসন কোথায়??? :O
অত্যন্ত মর্মস্পর্শী ও দেশের অাইন শৃঙ্খলা পরিস্থিতি যার পর নাই শাক দিয়ে মাছ ঢাকার মত।
-=-
শুধু ডাক্তার সুমন নয় সারা বিশ্বে এমন প্রতিটি অপমৃত্যু সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কাল হয়ত অপকর্মের অভয়ারণ্য এই দেশে মুক্তভাবে ঘুরে বেড়ানো অারেক সন্ত্রাসী অামাকে খুন করবে, সাথে জনশ্রুতির মন্দ গোষ্ঠীগত রাজনৈতিক কোন কুশীলবের ডানার নীচে অাশ্রয় নিয়ে দলের Muscle Man হিসেবে দুধে ভাতে বড় হয়ে Carrier উজ্জ্বল করবে__হবে দেশের Policy Maker দের একজন।
roj kono na kono bad news dr. der niye….
Bangladesh a asholeee r8 waytee ki hoi,,,,amr jana nai….
Udit Prayas Sikder :'(
দুঃখজনক।
সকল ডাঃ দের অনুরোধ করব…. সুযোগ থাকলে এ দেশ থেকে অন্য দেশে চলে যান… অনেক শান্তিতে থাকতে পারবেন..কিন্তু এ দেশ আপনাকে কিছুই দিবে না……..!!!!
BMA কিছু করতে বলুন
চিন্তা করতে পারছিনা, যে ছেলেটা একবারে fcps পাশ,সদা সহাস্যমুখ তার কিসের এত কষ্ট থাকতে পারে।একসাথে পি.জির লাইব্রেরী তে কত খুনসুটি করেছি,বন্ধু আমরা তোকে খুব মিস করবো।
কেন? কিভাবে?
দুঃজনক।
জীবনের কোন নিরাপত্তা নাই।