প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুন, ২০২১, সোমবার
আজ ৬ জুন, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন-বিস্ফোরণের ঘটনায় নিহত-নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডির ফরেনসিক বিভাগ।
আজ সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নমুনা সংগ্রহ করা হবে এমন ঘোষণা দেওয়ার পর নিহতদের স্বজনেরা সেখানে ছুটে যান।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।’
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, ‘নমুনা সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত নমুনা বিশ্লেষণ সময়সাপেক্ষ কাজ। তাই ডিএনএ রিপোর্ট পেতে এক মাসের মতো লাগতে পারে।
তিনি আরও বলেন, ‘নমুনা বিশ্লেষণের ফলাফল পাওয়া পর্যন্ত লাশ কী করা হবে, তা নিয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’
ডিআইজি আনোয়ার হোসেন আরও জানান, ‘রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪১ জনের লাশের মধ্যে ২২ জনের লাশ শনাক্ত করেছে। আর নিখোঁজদের নমুনায় নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যে কোনও দুজন নমুনা দিতে পারবেন। এসব নমুনা লাশের সঙ্গে মিলিয়ে দেখা হবে।’