বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
নীলফামারির ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক মহিলা ইন্টার্ন চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলা ও অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনা ঘটেছে। গতকাল (১৯ নভেম্বর) বিকেল ১৬৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীর স্বজন জোরপূর্বক মেডিসিন ওয়ার্ডে গিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে শিশু ওয়ার্ডে যাবার নির্দেশ দেয়। রোগীর চাপ থাকায় ইন্টার্ন চিকিৎসক কিছুক্ষণ সময় চাইলে বা রোগীকে চিকিৎসকরুমে আনতে বললে রোগীর স্বজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে। তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি তার মোবাইল ছিনিয়ে নেয় এবং চিকিৎসকদের কক্ষে ভাংচুর করে। হামলাকারীরা হলেন আবদুস সালাম বাবলা ও শামিম আলম শাহ তনু। হামলার শিকার চিকিৎসককে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে গতকালই হাসপাতালের পরিচালক বরাবর দেয়া এক চিঠির মাধ্যমে ঘটনার পূর্ণ সুরাহা, অভিযুক্তদের শাস্তি ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের পূর্ব পর্যন্ত কর্মবিরতির কথা জানায় তারা। আজ সাধারণ শিক্ষার্থীরাও ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে।
কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালককে প্ল্যাটফর্মের পক্ষ থেকে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী