প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৬ মে, ২০২১
‘প্ল্যাটফর্ম’ এর উদ্যোগে ও ‘প্রফেসর ডা. এম মনির হোসেন ট্রাস্ট’ এর অর্থায়নে পেডিয়াট্রিসিয়ান ও হবু পেডিয়াট্রিসিয়ানদের ‘গোল্ড মেডেল এন্ড রিসার্চ এওয়ার্ড ফর পাবলিকেশন’ দেওয়া হবে।
মোট ৩ টি ক্ষেত্রে এই সম্মাননা প্রদান করা হবে। সেগুলো হলো-
– Leading scholar in the area of paediatric research (স্বর্ণপদক ও ৫০ হাজার টাকা),
– Vision scientists in the area of pediatrics (রৌপ্য পদক ও ৫০ হাজার টাকা),
– Top research publication (ব্রোঞ্জ পদক ও ৫০ হাজার টাকা)
এই এওয়ার্ডগুলো অর্জনের জন্য আবেদনকারীর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমনঃ
প্রথমত, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে পেডিয়াট্রিসিয়ান হিসেবে কর্মরত থাকতে হবে।
দ্বিতীয়ত, গবেষণা নিবন্ধটি একটি পিয়ার পর্যালোচনাসূচক জার্নালে (যাদের SJR= Scimago Journal Rank Indicator >0.1) প্রকাশিত হতে হবে।
তৃতীয়ত, গত এক বছরের মধ্যে প্রকাশনা হয়েছে এমন গবেষণা নিবন্ধন প্রতিযোগিতার জন্য প্রযোজ্য হবে।
আবেদনের নিয়মঃ
নিবন্ধটি জমা দিতে হবে [email protected] এই ইমেইলে।
অবশ্যই সম্পূর্ণ গবেষণা পত্রটি জমা দিতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ফোন কল বা জুম কলের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে।
আবেদনের শেষ সময়সীমা ৩১ জুলাই ২০২১