প্ল্যাটফর্ম নিউজ, ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা পোশাক) পরে চিকিৎসা সেবা দেওয়া আবশ্যক। এ সময় অযু এবং নামায আদায় করা নিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন চিকিৎসকরা। মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া (আহ্নাফ বিন আলী আহ্মাদ) এ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছেন।
মাসআলা-
ডাক্তারদের ৮/১২ ঘণ্টার রোস্টারে ১টা পিপিই পরে থাকতে হয়। টয়লেট, অজু, খাওয়া কোনটাই করা যায় না। কারণ পিপিই খুলে ফেললে সেটা আর ব্যবহারের উপযোগী থাকে না। তাই পিপিই পরিহিত অবস্থায় নামাজ, সাহারী বা ইফতার আদায়ের নিয়ম কি হবে?
মাসআলার উত্তর-
প্রথমত ঐ ব্যক্তি ওয়াক্তের ভেতর নামাজ আদায়ের জন্য কিছু বিষয় সমন্বয় করার চেষ্টা করবেন। যেমনঃ
– সম্ভব হলে ডিউটি শিডিউল এমন সময় নেয়ার চেষ্টা করবেন যেন ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করা যায়।
– সম্ভব হলে ওয়াক্তের একদম শুরুতে নামাজ আদায় করে নিয়ে পিপিই পরে নিবেন। আছরের নামাজ প্রথম মিসিলে আদায় করে নিয়ে পিপিই পড়ে নিতে পারেন।
– ওজু করে পিপিই পড়বেন এবং যথা সম্ভব ওজু ধরে রেখে ওয়াক্তের মধ্যে নামাজ পড়ে নেয়ার চেষ্টা করবেন।
যদি এ ধরণের সমন্বয় সাধন করা না যায়, তাহলে পিপিই খুলে ফেলার পর যথানিয়মে পবিত্রতা অর্জন করে নামায আদায় করবেন। বর্তমান হালতে ওজরের (মানুষের জরুরী সেবা প্রদান) কারণে ওয়াক্তের পর নামায আদায় করায় কাজার গুনাহ হবে না ইনশাআল্লাহ।