মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের এক সহকারী অধ্যাপকের উপর হামলার ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। একইসাথে হামলায় নেতৃত্বদেয়া ছেলে মুত্তাকীনকে প্ররোচনা দেয়ায় তার মা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোবাইদা খাতুনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ সকালে আনুমানিক ১১.৩০ টার দিকে হাসপাতাল থেকে নামার সময় ফরিদপুরের জেড এম নার্সিং কলেজের ছাত্র ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জোবাইদা খাতুনের ছেলে মুত্তাকীন এর নেতৃত্বে কয়েকজন ট্রেইনি নার্স চিকিৎসকের উপর এ সন্ত্রাসী হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নার্সিংয়ের ইউনিফর্ম (জলপাই রঙ) পরিহিত ও মুখোশ পরিহিত কয়েকজন হকিস্টিক, রামদা এবং এস এস পাইপ দিয়ে চিকিৎসকের উপর হামলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে ডা. মো. শাহীন জোদ্দারকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ডা. সানিয়াত জাহান খান, ডা. জুবেরী ও ডা. এম এম হাসান প্রমুখের নেতৃত্বে জরুরি অস্ত্রোপচার করা হয়। জরুরি অস্ত্রোপাচার সম্পন্ন হলেও তার অবস্থা এখনো আশংকাজনক।
প্ল্যাটফর্ম/