তথ্য ঃ ডা ঃ মোহিব নীরব
চট্টগ্রাম মেডিকেল কলেজের,ফার্মাকলজি বিভাগের প্রফেসর এবং সাবেক অধ্যক্ষ শামসুজ্জোহা গতকাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ থাকা কালে তাঁর দুই কন্যা সন্তান আতাতায়ীর গ্রেনেড হামলায় নিহত হয়। আজীবন তিনি এই কষ্ট বয়ে বেড়িয়েছেন।
এরপর প্রায় ৪১ বছর বেঁচে ছিলেন ডাঃ শামসুজ্জোহা।তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের খুব বড় মাপের একজন শিক্ষক ছিলেন এবং একসময় মেডিকেলের প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন। তাকে বলা হত ফার্মাকলজির লিজেন্ড।
তাঁর এক পুত্র সন্তান বর্তমানে বাংলাদেশে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশে চিকিৎসা শিক্ষায় “ফার্মাকলজি”র জগতে স্যার একজন অনন্য সাধারণ মানুষ ছিলেন। স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্যারের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
innah lillahi wainna ilaihir rajeun
Sad.
IWR,
আল্লাহ স্যারকে বেহেস্ত নসীব করুন।
innah lillahi wainna ilaihir rajeun
Inna Lillahi oninnailahi raziun