শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় এক নারী চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে। লাঞ্ছনার শিকার চিকিৎসকের নাম অর্পিতা রায়।

এর আগে চিকিৎসক অর্পিতা রায় নুরুজ্জামান কাফিকে নিয়ে নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) লিখেন, “লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার”।
জানা গেছে, এই পোস্টের জের ধরেই তার চেম্বার হামলা করে তাকে লাঞ্ছিত করেছে উত্তেজিত জনতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একদল উত্তেজিত জনতা তার চেম্বারে এসে কড়া ভাষায় তার পোস্ট দেয়ার কারণ জানত চাইছেন, কৈফিয়ত চাচ্ছেন। এসময় উত্তেজিত কয়েকজনকে তার টেবিল চাপড়াতেও দেখা গেছে।
ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী চিকিৎসক বেশ কয়েকবার উত্তেজিত জনতাকে বুঝানোর চেষ্টা করেছেন – তিনি কাফিকে (নুরুজ্জামান কাফি) খারাপভাবে উপস্থাপন করেননি। বরং তার কৃতকর্মের জন্য তার পরিবারের বাড়ি পুড়িয়ে দেয়াকে তিনি সমর্থন করেন না। কিন্তু উত্তেজিত জনতা এরপরও ক্ষান্ত হয়নি!
এক পর্যায়ে চিকিৎসক অর্পিত রায় উত্তেজিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হন এবং তার সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) দেয়া পোস্টটি সরিয়ে নেন।
প্ল্যাটফর্ম/এমইউএএস