আজ ৩০ ডিসেম্বর,২০১৭।
বাংলা একাডেমি প্রতিবছর দেশের পণ্ডিত, গুণী ও বিশিষ্ট ব্যক্তিদের নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। এরই ধারাবাহিতায় ২০১৭ সালে বিশিষ্ট গুণীজন হিসেবে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখায় আজ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ কে বাংলা একাডেমি ফেলোর মর্যাদায় ভূষিত করা হয়।
বাংলা একাডেমির সাধারণ পরিষদের চল্লিশতম বার্ষিক সভায় নজরুল মঞ্চে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান এর হাত থেকে অধ্যাপক ডা. আব্দুল্লাহ সম্মাননা স্বারক গ্রহণ করেন। জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম এবং অধ্যাপক ডা. এম আর খানের পর তৃতীয় চিকিৎসক হিসেবে অধ্যাপক ডা. আব্দুল্লাহ বাংলা একাডেমির ফেলো হিসেবে নির্বাচিত হলেন।
অধ্যাপক ডা. আব্দুল্লাহ জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসক সমাজকে তাঁর কর্মদক্ষতায় আরো সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবেন এই প্রত্যাশায় প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হচ্ছে।
তথ্যঃ ডা. মোহিব নীরব।