রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন-২০১০ পরিপন্থী রিট শুনানি পেছানো হল আরো একবার। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২তম ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না।
এই আইনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ১১ বছর ধরে ৬৭ বার কার্যতালিকায় আসার পরেও নিষ্পত্তি হয় নি। আজ এর মূল শুনানির কথা থাকলেও তা পিছানো হয়েছে আরো এক সপ্তাহ! এর আগে গত ১ সেপ্টেম্বর এই রিটের মূল শুনানি ৬৬ বারের মতো পেছানো হয়েছিল।
গত ৩১ আগষ্ট ও ০১ সেপ্টেম্বর শুনানি পিছানোর প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে চিকিৎসকেরা বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন। এ মামলার নিষ্পত্তি না হওয়াও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জন সাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী, ম্যাটস বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।
উল্লেখ্য যে, কোন ব্যক্তি বিএমডিসি আইন -২০১০ এর ২২তম ধারা লংঘন করে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ব্যতিত নামের পূর্বে ‘ডা.’ যুক্ত করলে এরজন্য ৩ (তিন) বছরের কারাদন্ড অথবা ১ (এক) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী