প্ল্যাটফর্ম নিউজ, ১৫ এপ্রিল, ২০২০। বুধবার
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে বেশ কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। বাংলাদেশও ইতোমধ্যে করোনায় ভয়াল থাবায় আক্রান্ত। দেশে আজ পর্যন্ত ১২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনার প্রাদুর্ভাব রোধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মাইকিং করে আপামর জনসাধারণকে ঘরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। তবে জনসাধারণকে বিশেষ করে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। মোটরসাইকেলে অহেতুক ঘোরাফেরা বন্ধ করতে একটু ভিন্নরকম শাস্তির ব্যবস্থা করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) থেকে বিনা প্রয়োজনে কেউ মোটরসাইকেল নিয়ে সড়কে বের হলেই তাকে পুলিশের সঙ্গে বাজারে ৮ ঘণ্টা ডিউটি করতে হবে।
‘পুলিশ সুপার, কুড়িগ্রাম’ নামে ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ নিয়ে সতর্ক করেছে জেলা পুলিশ। পোস্টটিতে বলা হয়েছে, “আগামীকাল (বুধবার) থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভীড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?”
জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। কেউ কেউ এর চেয়েও কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শও দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, “করোনা মোকাবেলায় জেলা পুলিশ দিনরাত একাকার করে কাজ করছে। বিনা প্রয়োজনে মানুষকে বাইরে আসতে নিষেধ করলেও অনেকে তা মানছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল আটক করেও তেমন সুফল পাচ্ছি না। ফলে এবার ভিন্নধর্মী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত। তবু মানুষ যেন ঝুঁকি নিয়ে বাইরে না আসে।”
প্রসঙ্গত, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।
জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়