প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ১৯ মে, ২০২০
দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরুতে আইইডিসিআর টেস্ট করে গেলেও পরবর্তীতে ঢাকা সহ দেশের সকল বিভাগেই সরকারি পর্যায়ে পিসিআর ল্যাবে টেস্ট চালু হয়।
বেসরকারি পর্যায়ে প্রথম ল্যাব চালু হয় নারায়ণগঞ্জে। টেস্ট সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আজ স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে ১৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগোনস্টিক সেন্টারকে পিসিআর ল্যাব চালু করার অনুমতি দিয়েছে।
এরমধ্যে ঢাকায় এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পার্ভা হেলথ বাংলাদেশ, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাব এইড হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, DMFR মলিকিউলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক, বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ সাইন্স জেনারেল হাসপাতাল ও কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালকে পিসিআর ল্যাবে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি দেয়া হয়েছে।
এছাড়াও বগুড়াতে টিএমএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রামে শেভরন ক্লিনিকাল ল্যাবরেটরি কে পিসিআর ল্যাবে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক / ফিরদাউস আলম