বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
ভুল চোখে অস্ত্রোপচারের অভিযোগ প্রমাণিত হবার আগেই গ্রেফতার চিকিৎসকের জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওই চিকিৎসককে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
গতকাল বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা মো. মাহমুদ হাসান চিকিৎসককে আসামি করে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর একই দিন রাত ২টার দিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ জামিন মঞ্জুর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, “৩৫ বছরের ডাক্তারি জীবন তার। তিনি একজন সিনিয়র ডাক্তার। বামের বদলে ডান চোখে চিকিৎসা করার অভিযোগ। শিশুটির চোখে পাপড়ি ঢুকে গেছে। সরিয়ে দেওয়া হয়। পরে দেখা যায়, বাম চোখেও একই অবস্থা। মারাত্মক সিরিয়াস কিছু না। জামিনযোগ্য ধারা। গুরুতর অভিযোগ নাই। তার জামিনের প্রার্থনা করছি।”
প্ল্যাটফর্ম/