প্ল্যাটফর্ম নিউজ, ২৬ সেপ্টেম্বর, ২০২০, শনিবার।
কিডনির বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী রোগীদের জন্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রলজি বিভাগে, দৃষ্টান্ত স্থাপনকারী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, অত্যন্ত ব্যয়বহুল “স্থায়ী টানেল্ড ক্যাথেটার“ স্থাপনের সার্জারি প্রক্রিয়াটি সম্প্রতি অতি সুলভ মূল্যে শুরু করা হয়েছে এই হাসপাতালে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রুনা আক্তার ও শেরপুর জেলার রুস্তম আলী দীর্ঘদিন যাবত কিডনির জটিলতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবারে তারা দুইজন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি হন। তারপর তাদের সমস্যা নিরসনে, উক্ত ক্যাথেটারটি স্থাপনের জন্য সফল সার্জারি সম্ভব হয়। “স্থায়ী টানেল্ড ক্যাথেটার“ স্থাপনের ফলে রোগী দুজনের ডায়ালায়সিসও এখন দ্রুত কার্যকর করা সম্ভব হচ্ছে। ডা. হাসানুল ইসলাম আকাশ নিশ্চিত করেন যে, যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ও অত্যন্ত কম খরচে উল্লেখিত ক্যাথেটার স্থাপনের সার্জারি করা হয়েছে। তিনি আরো জানান, হাসপাতালটির নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আশুতোষ সাহা রায় এবং সহকারী অধ্যাপক ডা. ওমর ফারুক মিয়ার তত্ত্বাবধানে এই সফল সার্জারী দুইটি সম্পন্ন হয়। উক্ত হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, “স্থায়ী টানেল্ড ক্যাথেটার“ স্থাপনের এই সার্জারীর জন্য অন্যান্য প্রাইভেট হাসপাতালে রোগীদের প্রায় ৫০,০০০ – ৬০,০০০ টাকার মত খরচ পড়ে থাকে। সেখানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মাত্র ১০০০ টাকায় এই ক্যাথেটার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, রোগীদের চিকিৎসা ব্যবস্থায় আরো সুফল পাওয়া যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।