১৯শে এপ্রিল,রবিবার,২০২০
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় মানিকগঞ্জ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে।
আজ সন্ধ্যা ০৬ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
এ আদেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মানিকগঞ্জ জেলা সংলগ্ন বিভিন্ন জেলায় করোনা সংক্রমের প্রকোপ বেড়ে যাওয়ায় রবিবার জেলা প্রশাসক জেলা অবরুদ্ধ (লকডাউন) বিষয়ক গণবিজ্ঞপ্তি জারী করেন।
বিজ্ঞপ্তিটিতে বলা হয় বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে এবং লক্ষ লোক মারা গেছে।বাংলাদেশের বিভিন্ন জেলায় আশংকাজনক হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।এমতাবস্থায় মানিকগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সর্বসম্মতি ক্রমে মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।
নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন