ডা. সৈয়দ আমিরুল হক শামীম
সময় হল সম্মুখে চল প্রিয় হে পথিকবর-
সংগ্রাম কর দায়িত্ব বড় বেলা যে দ্বিপ্রহর।
যাবার বেলা মনের মাঝে রাখিওনা সংশয়-
জীবন এমনই কখন কোথায় যে যেতে হয়!
হৃদয় কোনে স্মৃতি্র সনে বলিও মনের কথা-
পিছনের দিন স্মৃতি রঙ্গীন সঞ্চিত আছে যেথা।
নব প্রেরনা নব তাড়নায় হে নতুনের পথযাত্রী-
নতুন বেশে কর্ম আবেশে মুছে ফেল সব ক্লান্তি।
মনের কুসুম সুবাস ছড়াক ঐ নতুন প্রান্তরে-
তোমাদের জয় শুনব আমরা বিমুগ্ধ অন্তরে।
হৃদয়ের তারে ঝন্কারিছে তোমাদের কতকথা-
এ প্রিয়প্রাঙ্গন মৌন পাষাণ কে শুনে মর্মব্যথা?
গৌরব তব সৌরভ দিয়ে আলোকিত হোক পথ-
মহান প্রভুর দান অফুরান পূরন হোক মনোরথ।
ক্ষণিকের তরে ধরার ‘পরে আমাদের আগমন-
সেবা কর্মে সুশোভিত প্রাণ- মুখরিত হোক জীবন।
[প্রেক্ষাপট: সদ্য সহকারি অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত চিকিৎসকগণের উদ্দেশ্যে নিবেদিত কবিতা]
৩০ নভেম্বর ২০১৯