বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
ডা. আমিন
Resident, BSMMU
USMLE step 1
রাস্তাঘাটে, হাটে, মাঠে, ময়দানে, সদরঘাটের লঞ্চ থেকে শুরু করে সায়দাবাদ কিংবা গাবতলির বাস টার্মিনালে সব জায়গায় একটা বিজ্ঞাপন নজরে পড়ত, “টাক আজই ঢেকে যাক”। অর্শ, গেজ আর ভগন্দরের কথা নাই বা বললাম।
কিছুদিন আগে থেকে এক জুনিয়র ম্যাসেঞ্জারে বলল, “ভাইয়া, আপনার পোস্ট বা ভিডিও দেখে বই পড়া শুরু করেছি। কিন্তু বইয়ে এত লেখা, যেটা শেষ করতে পারিনা। আমার পক্ষে নজীব দেখা সম্ভব নয় কারন খুব টাইম কনজিউমিং। কাপলান দেখাও সম্ভব নয়, কারন এটাও খুব টাইম কনজিউমিং। BNB দেখলে মনে হয় খুব অল্প পড়াচ্ছে। আমি এখন কি করতে পারি?
এরকম সমস্যায় আমরা অনেকেই থাকতে পারি। আমি এই অবস্থাটাকে টাক মাথায় চুল গজানোর সাথে তুলনা করি। সেসব জায়গায় গেলে দেখবেন কি, এক ভেলকিবাজির মাধ্যমে ৫ মিনিটেই মাথায় চুল হয়ে গেছে। টাক দেখে চোখ বন্ধ করবেন, চোখ খুলেই দেখবেন মাথার মধ্যে আমাজন জংগল। টাক মাথায় তাক লাগানো সমাধান হয়ে গেল। একাডেমিক লাইফেও আমরা এমন তাক লাগানো সমাধান চাই। আমরা পড়াশোনাকে অল্প সময়ের মধ্যেই আয়ত্ত্বের মধ্যে নিয়ে আসতে চাই। অতি অল্প সময়ে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। খুব দ্রুত বেসিকের সাগর হয়ে যেতে চাই। অথচ এটা কোন খাজা বাবার পানি পড়া নয়, যেটা খেলেই তেলেসমাতি হয়ে যাবে। এই একগ্লাস পানি খেলেই আপনি বিদ্যাসাগর হতে পারবেন না৷ অনেকগুলো ম্যাটেরিয়ালস কয়েকবছর পড়ার পর একটা কনফিডেন্স গ্রো করবে, মনে হবে নলেজের এই বিশাল সাগরে আমি প্রবেশ করেছি, এখন নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
আপনি কিছুটা পারেন। আপনাকে দিয়ে মেডিকেল সাইন্সের পড়াশোনা ভালভাবে পসিবল। এই চিন্তা মাথায় ঢুকাতে চাইলে কয়েকমাস টানা লেগে থাকতে হবে। এভাবে লেগে থাকার কয়েকবছর পর পড়াশোনাকে ভয় লাগবে না, মনে হবে আমি এখন অনেক কনসেপ্ট জানি। এই কনফিডেন্স গ্রো করাটাই সবচেয়ে বড় ব্যাপার। মেডিকেল সাইন্সের সব আপনি জানবেন না, জানা সম্ভব নয়, সব জানার দরকারও নেই। কিন্তু যেটা জানব, সেটা খুব ভাল করেই জানব। এই চিন্তা রাখা দরকার। এটাকেই বলা হয় কোয়ালিটি। হাবিজাবি করে কোনরকমে মুখস্ত করে সামনে এগোবো, সব শেষ করে ফেলব, এই চিন্তাকে বলা হয় কোয়ান্টিটি। আপনি যখন ব্রেইনকে জোড় করে নলেজ দিবেন, তখন ব্রেইন সেটা গ্রহণ করতে চাইবে না। ব্রেইন অলওয়েজ অডিওভিজুয়াল এন্ড কনসেপচুয়াল মেমরি পছন্দ করে৷ আপনি জোড় করলেও সে আপনাকে হতাশ করবে। কিছুদিন পর সে ভুলে যাবে অর্থাৎ আপনি এসব পড়া ভুলে যাবেন। একসময় পড়াশোনাকে বিষাক্ত কাল-নাগীন সাপের মত মনে হবে।
আমি নিজেও যেহেতু USMLE Step 1 দিয়েছি এবং এখন usmle step 1 এর স্টুডেন্ট পড়াই, একটা অনলাইন কোচিং চালাচ্ছি। তাই আমার কাছে ব্যাক্তিগতভাবে মনে হয়েছে usmle এর ম্যাটেরিয়ালস গুলো শেষ করলে একটা কনফিডেন্স গ্রো করার পসিবিলিটি আছে। আমার কোচিংয়ে আমি এই কনফিডেন্স গ্রো করানোর চেষ্টা করছি শুরু থেকেই। এগুলো শেষ করলে বেসিক প্লাস কনফিডেন্স দুইটাই পাওয়া যায়, এটা আমার একান্ত ব্যাক্তিগত ধারনা।
কোয়ালিটি এনশিউর করুন। সেজন্য বহুল প্রচলিত যেই ম্যাটেরিয়ালস ইউজ করুন না কেন, সেটা শেষ করার পর ডিশিসন নিন। ঠাস করে এক চ্যাপ্টার পড়েই মনে করবেন না এটা ভাল না, ওটা ভাল না, আপনি যেটাকে ভাল না ভাবছেন সেটাই অনেকের কাছে খুব প্রিয়। সেসব ম্যাটেরিয়ালস পড়েই আমি এবং অন্যান্য অনেকেই মেডিকেল সাইন্স পড়ে মজা পাচ্ছে এবং পেয়েছে। কেন? কারন তারা দাঁতে দাঁত কামড়ে সেটা শেষ করেছে আর আপনি এক চ্যাপ্টার পড়েই ডিশিসন নিয়েছেন এটা ভাল নয়। পার্থক্য এখানেই।
আমিন’স ক্রিয়েটিভিটি