যারা চিকিৎসক হিসেবে অস্থায়ী মেডিকেল ক্যাম্প আয়োজন করতে চান তাদের জন্য-
সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু মানবতার ইতিহাসে এক জনঘ্যতম বিপর্যয়। গত কয়েকদিন ( ২১, ২২ ও ২৩শে সেপ্টেম্বর) রোহিঙ্গা শরনার্থী এলাকায় ত্রান ও চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ সরবারহের সুযোগ হয়েছে।
চিকিৎসা পেশাজীবী হিসেবে তাদের স্বাস্থ্যগত দিকগুলোতেই আমাদের বেশী ফোকাসিং ছিল। উখিয়া উপজেলার থ্যাংখালী এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্পে পরপর তিন দিন প্রায় দুই হাজার শরনার্থী রোগীদের সেবা দেওয়ার সুযোগ হয়েছে। রোগের ধরনগুলো ছিল-
* বাচ্চা ( Paediatrics) গ্রুপ :
1.Fever ( জ্বর)
2. Common cold ( almost all baby) ( সর্দি কাশি)
3. Bronchiolitis ( কাশি/ শ্বাসের টান)
4. Malnutrition ( অপুষ্টি)
5. Contact Dermatitis ( Fungal infection, scabies, eczema) (চর্ম রোগ)
6. Diarrhoea ( ডায়রিয়া)
7. Helminthiasis ( কৃমি)
8. Otitis externa ( কানে ব্যথা/ পানি পরা)
* মহিলা (Female) গ্রুপ:
1. Pregnancy of variable gestational age (গর্ভবতর মহিলা)
2. Dysmenorrhoea ( অনিয়মিত মাসিক হওয়া)
3. Menorrhagia ( অতিরিক্ত রক্তস্রাব)
4. vulvovaginitis
5. Severe Anaemia ( রক্তস্বল্পতা)
* প্রাপ্ত বয়স্ক (Adult) গ্রুপ:
1. Bodyache ( শরীর ব্যাথা)
2. Fever (জ্বর)
3. PUD ( গ্যাস্ট্রিক / আলসার)
4. Conjunctivitis ( চোখের প্রদাহ/ চোখ দিয়ে পানি পরা)
5. Contact dermatitis (চর্ম রোগ)
6. wound infection ( ঘা, ক্ষত)
7. Anorexia ( খাবার অরুচী)
8. UTI (প্রশ্রাবের জ্বালা)
* বৃদ্ধ (Geriatric) গ্রুপ:
1. Generalised Anxiety Disorder ( দুশ্চিন্তা জনিত অবসাদ)
2. Arthritis ( বাত ব্যথা, গিরে ব্যথা)
3. Asthma & COPD (শ্বাসকষ্ট, হাপানি)
4. Abdominal pain (পেটে ব্যাথা)
5. Malnutrition
ওষুধের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা-
* প্রেসক্রিপশন করে অথবা না করে সরাসরি ওষুুধ বুঝিয়ে দেয়া। প্রয়োজনে ওষুধের গায়ে চিহ্ন দিয়ে কতবার দেখিয়ে দেয়া।
* সকল বাচ্চারা মারাত্মক অপুষ্টির শিকার। বাচ্চাদের জন্য ফুড সাপ্লিমেন্ট/ পুষ্টি প্যাকেট ( চালের গুড়া, ডালের গুড়া, গুড়, সয়াবিন তেল- জনস্বাস্থ্য মন্ত্রণালয়)
* ক্যাম্পে সাধারনত ৪০ ভাগ শিশু, ৪০ ভাগ নারী ও ২০ ভাগ পুুরুষ রোগী আসে। সকল বাচ্চাদের কৃমিনাশক সিরাপ / টেবলেট খাওয়ানো দরকার। সেক্ষেত্রে বাচ্চাদেরকে সিংগেল ডোজ কৃমিনাশক মুখে খাইয়ে দেয়া উচিত।
* বাচ্চাদের শরীরে ঘামাচির প্রাদুর্ভাব বেশী। বেবী পাউডার/ ঘামাচি পাউডার দেয়া দরকার।
* বাচ্চাদের সাাসপেনশন ওষুধ নিজ হাতে বানিয়ে দেয়া ও বাচ্চার মাকে খাওয়ানোর নিয়ম শেখানোর জন্য সিরাপ/ সাসপেনশনের প্রথম ডোজ বাচ্চার মুখে খাইয়ে দেয়া।
* মহিলাদের স্যানিটারি প্যাড বিতরন করা।
* ড্রেসিং ইন্সট্রুমেন্ট সাথে রাখা।
* মহিলা রোগীদের জন্য আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেয়া।
* এলার্জি চুলকানির জন্য পর্যাপ্ত এন্টিহিস্টামিন ট্যাবলেট/ সিরাপ সাথে রাখা।
* অাধা লিটার পানির বোতলে ওরস্যালাইন বানিয়ে দেখানো এবং প্রতিবার এই বোতলে/ দুই গ্লাস পানিতে স্যালাইন বানানোর কথা বলে দেয়া। তাই পর্যাপ্ত অাধা লিটার পানির বোতল সাথে নিয়ে যাওয়া। সাসপেনশন তৈরীর জন্যও পানি লাগবে।
* প্রাপ্তবয়স্ক সবারই গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে। রেনিটিডিন/ ওমিপ্রাজল / এন্টাসিড প্লাস এর চাহিদা ব্যাপক।
* কদাচিত দু-একজন বার্ন এর রোগী পাওয়া যায়। সিলবার্ন/ বার্না ক্রিম সংগে রাখা যেতে পারে।
* কিছু মহিলা কন্ট্রাসেপটিভ পিল চান। লো ডোজ পিল ও কম্বাইন্ড পিল সংগে রাখা যায়।
* safety first- তাই গ্লাভস ফেসমাস্ক পরিধান করে কাজ করা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সাথে দোভাষী রাখা। রোহিঙ্গাদের ভাষা আর কক্সবাজার / চট্টগ্রাম এর আঞ্চলিক ভাষা প্রায় কাছাকাছি। চিকিৎসা ও উপদেশ আঞ্চলিক ভাষায়ই বুঝিয়ে বলা।
*** ক্যাম্প আয়োজনে টিম নির্দিষ্টকরন, প্লেস নির্ধারন ও ভলান্টিয়ার টিম পূর্বেই ঠিক করে রাখা জরুরী। প্রয়োজনে পৃথক বুথ সিস্টেম করা ( গাইনী / শিশু/ মেডিসিন/ ড্রেসিং) এবং টোকেন সিস্টেমের মাধ্যমে শৃংখলা বজায় রাখা। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেয়া । এছাড়া প্রয়োজনহীন ও অদরকারী ওষুধ বিতরনে স্বাস্থ্যক্ষতির ঝুকি থাকে। তাই এগুলো পরিহার করা ।
লিখেছেনঃ
ডাঃ হাসান আল মামুন ।
গণস্বাস্থ্য মেডিকেল কলেজ