১৫ জানুয়ারি , ২০২০
রাজশাহী বিভাগে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চালু হল প্রথম Regional Tuberculossis Reference Laboratory (RTRL)। যা কিনা যক্ষ্মা নির্ণয়ে ও চিকিৎসায় একটি যুগান্তকারী পদক্ষেপ। রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার রেমন আহমেদ জানান,” এই ল্যাব এর সাহায্য আমরা PTB, MDR- TB, X-DR TB, GENE-XPERT, FDA,DST, AFB, TB DRUG SENSEVITY, SPECIAL SPUTAM C/S সহ যক্ষ্মার সব ধরনের চিকিৎসা ও ফলোআপ করতে পারবো। আমরা রাজশাহীবাসী অারো এক ধাপ এগিয়ে গেলাম এই ল্যাব এর সাহায্য। দেশের যেকোনো প্রান্ত হতে অাপনারা নমুনা পাঠালে অামরা চেষ্টা করবো MDR TB ও X-DR TB কিনা তা নিশ্চিত করতে।” সেই সাথে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চীফ রিপোর্টার/ হৃদিতা রোশনী