প্লাটফর্ম নিউজ, ২০ মে ২০২০, বুধবার
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন আরেকটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ৪০টি নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালের নতুন এই ল্যাবে একসঙ্গে ৯৪টি নমুনা পরীক্ষা করা সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা তাদের রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ এপ্রিল রাজশাহীতে দেশের তৃতীয় ল্যাব স্থাপন করা হয়েছিল। এরপর প্রতিদিন সেখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছিল।
নিজস্ব প্রতিবেদক – আনিসুর রহমান রিয়াদ