দেশে ক্রমাগত চলছে বিভিন্ন হাসপাতাল কিংবা চিকিৎসকদের কর্মস্থলে চিকিৎসক’দের উপর হামলা,বাদ যাচ্ছেন না নারী চিকিৎসকরাও,প্রতিনিয়ত হামলার পাশাপাশি ইভ টিজিং এর শিকারও হচ্ছে।
সর্বশেষ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,বগুড়ায় একজন নারী চিকিৎসক সহ চার জন চিকিৎসককে রোগীর আত্মীয় এর বানোয়াট অভিযোগে অমূলক শাস্তি গৃহীত হয়। এর প্রতিবাদে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে চলছে প্রতিবাদ কর্মসূচি।
গতকাল ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ইন্টার্নরাও সারা দেশে চলমান এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে পূর্ণ কর্মবিরতি পালন করে।
এর ধারাবাহিকতায় আগামীকাল ৬-ই মার্চ,২০১৬ ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি ও সকাল ১১টায় হাসপাতল এবং কলেজ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি’র আহবান জানানো হয়েছে।
তথ্যসূত্র:ডা. সাব্বির মীর আকাশ,সভাপতি,ইন্টার্ন চিকিৎসক পরিষদ,ঢাডেক