১৫ জানুয়ারি, ২০২০
গতকাল ১৪ জানুয়ারি, ২০২০ রোজ মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে এমবিবিএস ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের
ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. আসাদ হোসেন, অধ্যক্ষ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ। বর্নিল এই অনুষ্ঠানটির আহবায়ক ছিলেন এনেস্থিসিয়োলোজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল কাদের এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের প্রবীন চিকিৎসক ডা. এম এ কাদের গাজীপুর জেলা বিএমএ সভাপতি ( প্রাক্তন) ও গাজীপুর জেলা স্বাচিপ সভাপতি (প্রাক্তন)।
সকাল ১০ টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন TA_06 ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাঅান তিলাওয়াত করেন ডা. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি এবং গীতা পাঠ করেন ডা. রঞ্জিত কুমার পাল, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলোজি। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত ও প্রামাণ্য চিত্র। প্রবীন শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে নতুনদের স্বাগত জানান।
তারপর শুরু হয় পরিচিতি পর্ব। পরিচয় পর্ব শেষে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগণ তাঁদের মহামূল্যবান বক্তব্য রাখেন। পরবর্তীতে নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করানোর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি