বিবাহ বার্ষিকীর মত আনন্দঘন মুহূর্ত মূলত প্রিয়জনের সঙ্গেই একান্তে উদযাপন করতে ভালোবাসে সকলেই। তবে ব্যতিক্রম ঘটল ভেড়ামারার দুই কৃতি সন্তান অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ এবং অধ্যাপক ডা. এস.এম. মুসতানজীদ লোটাস এর বেলায়। এ বছর নিজেদের বিবাহ বার্ষিকী একটু ভিন্ন ভাবেই পালন করলেন এই চিকিৎসক দম্পতি। দিনটি তারা উদযাপন করেছেন নিজ এলাকার শীতার্ত, দরিদ্র মানুষের সঙ্গে। হৈ-হুল্লোড়, খাওয়াদাওয়ার আয়োজন না করে তারা দুই শতাধিক কম্বল বিতরণ করেন এসব মানুষকে।
গত ১৩ জানুয়ারি, ২০২০ ইং তারিখ সোমবার ভেড়ামারার গোলাপনগরে নিজ বাড়িতে মোকরিমপুর ও বাহাদুরপুরের মানুষের মধ্যে কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়। এরপর তারা ধরমপুর ইউনিয়ন, জুনিয়াদহ ইউনিয়ন এবং শেষে মরিচা ইউনিয়নের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. এস.এম. মুসতানজীদ লোটাস কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং
অধ্যাপক ডা. ফাতেমা আশরাফ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান। ব্যতিক্রমধর্মী এ আয়োজনের মধ্য দিয়ে এ চিকিৎসক দম্পতি তাদের ৩৩তম বিবাহ বার্ষিকী পালন করলেন।
চীফ রিপোর্টার/ হৃদিতা রোশনী