প্ল্যাটফর্ম নিউজ, ১২ জানুয়ারি ২০২১, মঙ্গলবার
প্রতি বছরের মতো এবারেও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট। সম্প্রতি শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গতকাল, ১১ জানুয়ারি ২০২১ দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী আয়োজন করে সংগঠনটি। এর আগে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষদের মাঝে টোকেন বিলি করা হয়।
গতকাল, সকাল ১১ টায় মেডিকেল কলেজ একাডেমিক ভবন প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ফরিদপুর মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা: মোস্তাফিজুর রহমান।আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিকুর রহমান এবং পেডিয়াট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. এ এফ এম পারভেজ। এবারের কর্মসূচীতে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে শীতার্ত মানুষদের জন্য ১৫০ টি কম্বল, স্বাস্থ্য সচেতনতায় ৩০০ টি মাস্ক এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শিহাব জাহান সুহৃদ, ওয়াসিম আব্বাস, ইব্রাহিম হোসেন সিয়াম, সৈয়দ মুনজিয়াত, লোপা মনি, কেন্দ্রীয় প্রতিনিধি মাহফুজুল ইসলাম, সভাপতি এডিসন উজ্জ্বল মধু, সহ সভাপতি সাগর বিশ্বাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক, সাংগঠনিক সম্পাদক রুশমিলা শাহরিন সহ অন্যান্য সন্ধানীয়ানরা।
প্রতিবারের মত ভবিষ্যতেও শীতার্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।