প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার
বাংলাদেশের করোনা পরিস্থিতির ৭১ তম দিনে এসে সংক্রমণের মাত্রা ২২ হাজার ছাড়িয়েছে; এমতাবস্থায় থমথমে চারপাশ। সীমিত পর্যায়ে সাধারণের গুরুত্বপূর্ণ কার্যকলাপ সম্পন্নের সুযোগ থাকলেও থমকে আছে স্বাভাবিক জীবনযাত্রা। ঘরবন্দী নিম্ন আয়ের মানুষ, নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু দেশের এই দুঃসময়েও থেমে নেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রদীপ’, অসহায় মানুষগুলোর জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে সংগঠনটি।
গত ২৩ ও ২৪ এপ্রিল প্রথম পর্যায়ে ৫৫০ পরিবারকে দুই সপ্তাহের খাবারের যোগান দিয়েছিল ‘প্রদীপ’। প্রত্যাশার পারদ নিচে নামার আগেই আবারো তারা হাজির দ্বিতীয় পর্যায়ের উপহারসামগ্রী নিয়ে। গত দুদিন ধরে প্রদীপের স্বেচ্ছাসেবীরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজস্ব বাহনে অত্র ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫০৬ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে আসে। প্রতিজনের জন্য ১৭ কেজি পরিমাণের একটি প্যাকেটের তালিকায় ছিল- ৮ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও একটি জীবাণুনাশক সাবান।
চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর ভিত্তিক সম্মিলিত উদ্যোগে গড়া অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠনটি করোনা উপলক্ষ্যে ১ হাজার ৫৬ টি গরীব ও দুস্থ পরিবারের মধ্যে প্রায় আট লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করলো। আসছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তারা আরও ৩ লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে। সে অনুযায়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায়-দরিদ্রদের তালিকা তৈরির কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
তাছাড়া, অত্র অঞ্চলের চিকিৎসাবঞ্চিতদের স্বার্থে ‘প্রদীপ’ খুব শীঘ্রই চালু করতে যাচ্ছে টেলিমেডিসিন সেবা। যেখানে ১০ জন ডাক্তারের সমন্বয়ে গড়া একটি মেডিকেল টিম চিকিৎসা দিবেন ইউনিয়নের বাসিন্দাদের।
এর বাইরেও এলাকা থেকে মাদক, অনিয়ম ও দূর্নীতি দূরীকরণ সহ টেকসই সামাজিক উন্নয়নের দায়বদ্ধতায় কাজ করে যাচ্ছে প্রদীপ।
স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে নিভৃতে কর্মকান্ড পরিচালনা করায় প্রদীপের এমন উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরে প্রশংসা কুড়াচ্ছে। অনেকে একে পরিবর্তন পথরেখা হিসেবে দেখছেন।
নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ