শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
সন্ধানী কেন্দ্রীয় পরিষদের ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সন্ধানী নোয়াখালী মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল কাইয়ুম কে সভাপতি এবং সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি সাদিকুর রহমান ইফাত কে সাধারণ সম্পাদক করে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ (২০২৪-২৫ সেশন) কমিটি ঘোষণা করা হয়।
আজ সন্ধ্যায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদ সেশন (২০২৩-২৪) এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ রোকনুজ্জামান এবং সাধারণ সম্পাদক মুকাররাবিন হক নিবিড় এর স্বাক্ষরিত এক স্বারকে এ বিষয়ে জানানো হয়।
স্মারকে বলা হয়েছে, “সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে এবং সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় ৪৩তম সন্ধানী কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন সফলতার সাথে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২টি মেডিকেল ও ডেন্টাল কলেজের তিন শতাধিক সন্ধানীয়ানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সন্ধানীর সংবিধানের নিয়ম অনুসারে সকল অধিবেশন পরিচালিত হয় এবং গৃহীত সকল সিদ্ধান্ত হাউজের সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। উপস্থিত ইউনিট প্রতিনিধিদের কমিটি অনুমোদনের পর নবগঠিত সন্ধানী কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।”
এছাড়াও সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি মো: রাব্বিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সন্ধানী কেন্দ্রীয় পরিষদ নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নতুন উদ্যোগ ও কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে।
প্ল্যাটফর্ম/