আজ ৫ অক্টোবর,সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে ৩৫ বছর আগে রংপুর মেডিকেল কলেজে যাত্তা শুরু করে একটি সংগঠন,”সন্ধানী, রংপুর মেডিকেল কলেজ ইউনিট “। উত্তরবঙ্গের মানুষের সেবার লক্ষে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মানুষের সেবার জন্য সর্বদা নিরলস চেষ্টা করে যাচ্ছে। হাসপাতালের রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও রক্ত সরবরাহ, শীতবস্ত বিতরন,বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা প্রদান সহ অন্যান্য জনসেবামূলক কার্যক্রম করে যাচ্ছে।
আজ সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঘরোয়া ভাবে ইউনিটের অফিসে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডা. জহুরুল ইসলাম স্যার, সভাপতি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি রংপুর জোন এবং অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ, ডা. কামরুন নাহার জুই (সহযোগী অধ্যাপক, গাইনী ও অবস বিভাগ)
ডা. জেড আর জাহিদ (সহযোগী অধ্যাপক, ফিজিওলজি বিভাগ)
ডা মঞ্জুরুল করিম প্রিন্স স্যার, (সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন বিভাগ)
ডা. তাপস বোস স্যার, (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রেসপেরেটরি মেডিসিন বিভাগ)
ডা. নুরুল হাসান বাবু স্যার, (প্রভাষক ফার্মাকোলজি বিভাগ,)
ডা. রোকন স্যার, সহকারী রেজিষ্টার মেডিসিন বিভাগ।
অনুষ্ঠানে সকলে সন্ধানী রংপুর মেডিকেল কলেজনইউনিট নিয়ে তাদের স্মৃতিচারণ করেন।
…………
তথ্যঃ অফিসিয়াল ফেইসবুক পেইজঃ সন্ধানী