প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২৫ মে, ২০২০
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় “আম্পান” কবলিত জনগোষ্ঠীকে সাহায্যের হাত বাড়িয়ে দিল তরুণ ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থী দ্বারা পরিচালিত সামাজিক সংগঠন “হৃৎস্পন্দন”।
দেশের সুন্দরবন ও সাতক্ষীরা সহ কয়েকটি জেলার উপর দিয়ে গত ২০শে মে রাতে বয়ে যায় প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পান। এতে মানুষ তীব্র খাদ্যসঙ্কটে পড়েছে। সেনাবাহিনি ও সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে এসব অসহায় মানুষের পাশে। থেমে নেই চিকিৎসক ও চিকিৎসকদের সংগঠনও।
“হৃৎস্পন্দন” স্থানীয় সামাজিক সংগঠন “আমরা” এর সাথে একযোগে প্রায় ১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে। গতকাল স্থানীয় সেচ্ছাসেবকদের সহায়তায় পৌঁছে যায় এসব খাবার ও প্রয়োজনীয় উপকরণ।
উল্লেখ্য কোভিড-১৯ এর কারণে লকডাউনে ঘরবন্দী ১২০ পরিবারের মাঝে এর আগেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে সাহায্য করে এসেছিল সংগঠনটি। দেশের এই দুর্দিনে ডাক্তাররা হাসপাতালের পাশাপাশি ঘূর্ণিঝড় কবলিতদের পাশে দাঁড়িয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ নুরুল আমিন।