বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আগুনের ঘটনায় রোগীরা আতঙ্কে হাসপাতাল ছেড়ে বাইরে অবস্থান নিয়েছেন। অনেক রোগীকে সোহরাওয়ার্দী ছেড়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চলে যেতে দেখা যাচ্ছে।
সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে ১৫ শতাধিক রোগী ছিল। তারা আগুন লাগার পর বেরিয়ে এসেছেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ভবনে যত রোগী ছিল সবাইকে বাইরে আনা হয়েছে। ছাত্র, ডাক্তার, নার্স ও রোগীর স্বজনের সহযোগিতায় রোগীদের বাইরে আনা সম্ভব হয়েছে। ভেতরে আর কোনও রোগী নাই বলে জানান তিনি।
You May Like
-
5 years ago
গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের করোনা আপডেট