Global Burden Of Disease এর গত বৃহষ্পতিবাদ The Lancet এ প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায় গত ২৫ বছরে ভারতের স্ব্যাস্থসেবা সূচক এর প্রতিবেশি দেশগুলোর ( বাংলাদেশ,শ্রীলংকা, নেপাল,ভূটান) মাঝে সবথেকে পেছনে।
এই রিপোর্ট এ ১৯৯০-২০১৫ এর ২৫ বছরে ১৯৫ টি দেশের ৩২ টি এমন রোগের মৃত্যুহারকে বিবেচনা করা হয় যেগুলো এখন আর জীবনহরণকারী বলা হয় না, অর্থ্যাৎ যেগুলোর সুচিকিৎসা এখন সম্ভব।
এই ফলাফল থেকে দেখা যায়, বিগত বছরগুলোতে আর্থসামাজিক অবস্থার বেশ উন্নতি হলেও স্বাস্থ্যখাতে দেশটির উন্নতি মোটেও আশানুরূপ নয়।
রিপোর্ট অনুসারে বিগত ২৫ বছরে ভারতের স্ব্যাস্থসূচক বেড়েছে ১৪.১, ১৯৯০ এর ৩০.৭ থেকে ২০১৫ তে ৪৪.৮ হয়েছে। এর হার শ্রীলংকা (৭২.৮),বাংলাদেশ (৫১.৭),ভূটান (৫২.৭),নেপাল (৫০.৮) এর চেয়ে অনেক কম।
রিপোর্ট এ আরো দেখা যায় নবজাতকের রোগপ্রতিরোধ এর ভারতের অবস্থা সবচেয়ে পেছনে, এখানে সূচক মাত্র ১৪।
রিউমেটিক হার্ট ডিজিসে ভারতের সূচক ২৫, যক্ষায় ২৬, কিডনি রোগে ২০,ডায়বেটিস এ ৩৮, এপিন্ডিসাইটিস এ ৩৮,পেপটিক আলসার এ ৩৯।
সার্কভুক্ত দেশগুলোর মাঝে ইন্ডিয়ার পেছনে মাতে দুটি দেশ রয়েছে, সে দুটি হলো পাকিস্তান ও আফগানস্তান, তাদের স্বাস্থ্যসূচক যথাক্রমে ৪৩.১ ও ৩২.৫।
তথ্য ঃ http://indianexpress.com/article/india/india-ranks-below-bangladesh-sri-lanka-bhutan-nepal-in-healthcare-index-report-4663079/
অনুবাদ ঃ মির্জা সারওয়ার হোসেন।
সেই ভারতে সবাই যায়…..
আমরা গার্মেন্টস শিল্পেও এগিয়ে ছিলাম,,,,সেটা এখন ইতিহাস।
স্বাস্থ্য সেবাও নাজানি কি হয়!!