প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে ডিসেম্বর, ২০২০, শনিবার
করোনাভাইরাসের আন্তর্জাতিক জিন সিকোয়েন্স ডাটাবেজ GISAID অনুসারে আজকের দিন পর্যন্ত যুক্তরাজ্যের অধিক সংক্রামক করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টটি (B.1.1.7 লিনিয়েজ) ১১ টি দেশে শনাক্ত হয়েছে (যুক্তরাজ্যকে একটি দেশ বিবেচনায়)। দেশগুলো হলো যুক্তরাজ্য (ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জিব্রাল্টার, স্কটল্যান্ড, ওয়েলস), আয়ারল্যান্ড, চীন (হংকং), ইসরায়েল, জাপান, সিঙ্গাপুর, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া (সিডনি, সাউথ অস্ট্রেলিয়া)। আর দক্ষিণ আফ্রিকার অধিক সংক্রামক ভ্যারিয়েন্টটি (B.1.351 লিনিয়েজ) পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যে।
তথ্যসূত্রঃ ডা. মো. মারুফুর রহমান অপু
ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (চিকিৎসা জীবপ্রযুক্তি),
এমআইএস, স্বাস্থ্য অধিদফতর।