পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছার উদ্দিন ১৬ তারিখ, বৃহস্পতিবার বলেন, ‘আমরা ৪০তম বিসিএসের চাহিদা পেয়েছি। আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
পিএসসি সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪০তম বিসিএসের জন্য জনবলের চাহিদাপত্র পাঠানো হয় পিএসসিতে। এতে বিভিন্ন ক্যাডারে প্রায় আড়াই হাজার পদে নিয়োগের চাহিদা পাঠানো হয়।
এছাড়াও স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন, ডেন্টাল সার্জন সহ অন্যান্য টেকনিক্যাল ক্যাডার পদে প্রায় ১ হাজার কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেয়া হয়েছে।
৪০ তম বিসিএস পরীক্ষায়, স্বাস্থ্য ক্যাডারের পদসংখ্যা কত থাকবে, তার সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয় নি।
উল্লেখ্য, ৩৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল ঈদের পরেই, চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে।