প্রতিষ্ঠা ও গৌরবের ৫৭ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৫ই সেপ্টেম্বর দিনটিকে প্রথমবারের মতো অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে ডিডিসি ডে হিসেবে উদযাপন করবে।১৯৬১ সালে ১ম ব্যাচে যে ৫জন ছাত্র নিয়ে ঢাকা ডেন্টাল কলেজের পথচলা শুরু তাঁদের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয় ১৫ই সেপ্টেম্বর। ঢাকা ডেন্টাল কলেজ কর্তৃপক্ষ দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রথম বারের মতো এই উদ্যোগ নিয়েছে।
নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও কলেজ পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাতঃরাশ, সোনালী স্মৃতিচারণ, আকর্ষণীয় স্মারক উপহার বিতরণ, মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনলাইনে রেজিস্ট্রেশনের নিয়মাবলী ঃ
অনলাইনে রেজিস্ট্রেশন করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম যথাযথ ভাবে পূরণের পর 01715348431 নম্বরে ৫১০ টাকা বিকাশে সেন্ড মানি করে উক্ত নাম্বারে ফোন করে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
লিংকঃ http://dhakadental.gov.bd/Details/page/ddc-day-registration
যোগাযোগ:
ডা. আশিষ কুমার বনিক
সহযোগী অধ্যাপক, ঢাকা ডেন্টাল কলেজ
আহবায়ক, রেজিস্ট্রেশন উপকমিটি
ডিডিসি ডে ২০১৮
মোবাইলঃ 01713375278
ডা.শেখ মোহাম্মদ জাহিদুল ইসলাম রুশো
আবাসিক সার্জন ,ওএমএস,ঢাকা ডেন্টাল হাসপাতাল।
সদস্য সচিব, রেজিস্ট্রেশন উপকমিটি
ডিডিসি ডে ২০১৮
মোবাইলঃ 01715348431