X

অনলাইনে Ultrasound শিখুন

Medical Ultrasound:

যারা অনলাইনে শিখতে চান……

এটা বেশ বড়-সড় বিষয়… অনলাইনে এত বড় বিষয় শেখা এখনো দুষ্কর… তবে কিছু বেসিক ধারনা পাওয়া যাবে এবং বেসিক বেশকিছু শেখা যাবে……
অন্তত ultrasound কিছু বুঝবো না বলে এর দিকে না তাকিয়ে শুধু সনোগ্রাফার এর দেয়া সাথে রিপোর্টের দিকে তাকাতে হবে না…

প্রথমেই এই লিঙ্কে যান…
http://www.susme.org/learning-modules/learning-modules/
এখানে দেওয়া লার্নিং মডিউল গুলো অবসর সময়ে শেষ করুন…

এরপর, যাবেন, https://www.sonosite.com/education/learning-center
এটায়… কেস স্টাডিগুলোর ভিডিও দেখুন…

৩য় লিঙ্ক, https://iame.com/online-courses.html… এখানে যেই CME গুলো আছে সেগুলো দেখে শিখুন…

এরপর, specialized tutorials:
গাইনি-অবস ও ফিটালঃ http://www.fetalsono.com/teachfiles/
ইমারজেন্সি আল্টাসাউন্ডঃ http://emergencyultrasoundteaching.com/index.html
http://sonoguide.com/introduction.html

এরপর একটা টেক্সটবই তো লাগেই, WHO এর ultrasound manual এর পিডিএফ লিঙ্ক দিচ্ছি এটা নামিয়ে পড়তে পারেন…
http://apps.who.int/…/b…/10665/43881/1/9789241547451_eng.pdf

বি,দ্রঃ ১। উপরের সিরিয়াল্গুলো হিসেব করে দেওয়া হয়েছে, আগে পরে করলে কিছুই বুঝবেন না।
২। আর আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ হতে চাইলে CMU, DMU, RDMS এই ডিগ্রিগুলো নিতে পারেন।

ধন্যবাদ। টেকনিক্যাল সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।

Created by-
Tonmoy Shekhor Biswas
Editor, International Journal of MS, USA
Reviewer, British Medical Journal

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post