সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হতে যাচ্ছে রোগীদের অনলাইন অ্যাপয়েনমেন্ট সেবা। দ্রুততম সময়ে এ কার্যক্রম শুরু করতে আইসিটি সেলকে নির্দেশ দিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সোমবার (১০ ফেব্রুয়ারি) সুপার স্পেশলাইজড হাসপাতালের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি।
সভায় বহির্বিভাগে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের দুর্ভোগ লাঘব, রোগীদের সময় সাশ্রয়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের ভিড় এড়ানোসহ রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।
বহির্বিভাগে অনলাইন অ্যাপয়েনমেন্ট কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সভায়।
এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আকতারুজ্জামান, আইসিটি সেলের প্রোগ্রামার মো. মারুফ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্ল্যাটফর্ম/