লেখকঃ Medicolegal Bappy
নিরিবিলি পরিবেশে চুপচাপ একা একা কাজ করার জন্য বেছে নিতে পারেন অপথ্যালমোলজি ।এমারজেন্সীভাবে এখানে তেমন কিছু নেই যাতে আপনাকে দিনের পর দিন রাতে রাতের পর রাত নির্ঘুম কাটাতে হয়। মেয়েরাও অপথ্যালমোজি কে পছন্দের তালিকার শীর্ষে রাখতে পারেন নিঃসন্দেহ। রাজশাহী মেডিকেলের অপতথ্যালমোলজি বিভাগীয় প্রধান ডাঃ তানজিলা ম্যাডাম তেমন ই একজন সফল মানুষ। মজার বিষয় হলো এখানে আপনার ৮০ভাগ সার্জারির অজ্ঞান করার জন্য কোন এনেস্থেটিস্ট দরকার নেই, আপনি নিজেই যথেষ্ট।
অপথ্যালমোলজি এম এস এর প্রিপারেশন asusual সার্জারির মতো। কিন্তু FCPS টা একটু। ব্যাতিক্রমি এখানকার স্পেশাল কিছু পড়াশোনা করতে হয় সেক্ষত্রে পড়াশোনার আগে অপথ্যালমোলজিতে ট্রেনিং করে নিলে ভালো হয়এতে ক্লিনিক্যাল প্রশ্নগুলোর
উত্তর করা সহজ হয় ।
নিচের বইগুলো পড়লে কিছু সুবিধা পাওয়া যেতে পারেঃ
ফিজিওলজি ও এনাটমী র জন্য ,
JOHN FERRIS
MCQ ,
ক্লিনিক্যাল এনাটমী ফিজিওলজি ও প্যাথলজি KANSKI,
এনাটমী ও ফিজিওলজি তে A K KHORANA
এছাড়া Roddy র স্পেশাল সেন্স এর পড়া তো থাকছেই । তো এগিয়ে যাও।