বুধবার, ১৬ অক্টোবর,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের নভেম্বর-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের নবনিযুক্ত ডিন ডা. মোস্তাক আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত রুটিন অনুযায়ী, নভেম্বর-২০২৪ এর প্রথম প্রফেশনাল (নতুন কারিকুলাম) পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। লিখিত পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম প্রফের মৌখিক পরীক্ষা ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে আরম্ভ হবে।
নভেম্বর-২০২৪ এর দ্বিতীয় প্রফেশনাল (নতুন কারিকুলাম) পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ ডিসেম্বর। দ্বিতীয় প্রফের মৌখিক পরীক্ষা আরম্ভ হবে ১৭ ডিসেম্বর থেকে।
নভেম্বর-২০২৪ এর তৃতীয় প্রফেশনাল পরীক্ষা শুরু হবে ১৯ ডিসেম্বর। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৪ জানুয়ারি থেকে।
নভেম্বর-২০২৪ এর চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষা শুরু হবে ১১ নভেম্বর থেকে। লিখিত পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এছাড়াও ওসপি পরীক্ষা ৫ ডিসেম্বর এবং মৌখিক পরীক্ষা ১২ ডিসেম্বর থেকে আরম্ভ হবে।
প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী