প্ল্যাটফর্ম নিউজ,
৩ মে, ২০২০
মেডিসিন ক্লাব, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট এর উদ্যোগে সাভার ও তার আশেপাশের এলাকায় অসহায়, দরিদ্র ও মধ্যবিত্ত ৫২টি পরিবারের নিকট পবিত্র রমজান মাসের উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। রবিবার (৩রা মে) করোনার সকল সরকারি নির্দেশনা মেনে তাদের ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সভাপতি সৌরভ চন্দ্র দাস বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে। অনেক নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষুলজ্জার কারণে কারো কাছে সাহায্য চাইতে পারে না। তাই আমরা নিজ উদ্যোগে তাদের নিকট এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।’ এসময় তিনি এই উপহারসামগ্রী বিতরণে যারা আর্থিক, দৈহিক ও মানসিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সহ-সভাপতি নাসিম আহমেদ জয় বলেন, ‘এই মহামারীতে আটকে পড়া মানুষের সাথে কথা বললে বুঝা যায় তারা কতটুকু কষ্টে আছেন। সরকার পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই দুর্যোগকালীন সময় থেকে উদ্ধার হতে পারব। আমরা পরবর্তীতে আরো বড় আকারে আমাদের এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। তাই আপনাদের সকলের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য।’
উল্লেখ্য যে উক্ত কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, মেডিসিন ক্লাব, গসভিমেক ইউনিটের সম্মানিত উপদেষ্টা ডাঃ আসিফ ফয়সাল শোভন, সৌরভ খান, নাজমুল ইসলাম তুষার, হাসনাত তৌহিদ, সমাজ কল্যাণ সম্পাদক- হাসান শাহরিয়ার নাহিদ, ক্লিনিক্যাল সম্পাদক- মশিউর রহমান সহ আরো অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ
প্রতিবেদক/ আরীফিন তূর্য