২১ ফেব্রুয়ারি ২০২০: অপারেশন টেবিলে শুয়ে আছেন ৫৩ বছর বয়সী এক রোগী৷ চলছে ব্রেন টিউমারের অপারেশন৷ চারপাশে দাঁড়িয়ে রয়েছেন ডাক্তাররা৷ তার মাঝেই বেহালা বাজাতে শুরু করলেন সেই রোগী৷ ব্রিটেনের এক হাসপাতালে ঘটেছে এই অদ্ভুত ঘটনা৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অপারেশন টেবিলে শুয়ে বেহালা বাজানো ডাগমার টার্নার নামে ওই নারী একটি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট সংস্থায় কাজ করেন৷ যন্ত্রসঙ্গীতের পেছনে তার ভালবাসা দীর্ঘ ৪০ বছরের৷ তাই মস্তিষ্কের টিউমার অপারেশন করার সময় তার বেহালা বাজানোর দক্ষতায় যাতে কোন বিঘ্ন না ঘটে, সেজন্য কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেয়ুমার্স আশকান ঠিক করেন, অপারেশনের সময়ই বেহালা বাজাবেন টার্নার৷ যার ফলে তার ব্রেন ম্যাপিং করতে সুবিধা হয়৷
অপারেশন শেষে টার্নার বলেছেন, “বেহালা বাজানো আমার প্যাশন৷ ১০ বছর বয়স থেকে আমি বেহালা বাজিয়ে চলছি৷ এখনো বাজিয়েছি৷”
প্রফেসর কেয়ুমার্স আশকান বলেন, “আমার জীবনে এই প্রথম কোন রোগী অস্ত্রোপচার চলাকালীন কোন ধরনের বাদ্যযন্ত্র বাজালেন৷ টিউমারের নব্বই শতাংশ বের করতে আমরা সমর্থ হয়েছি৷”
নিজস্ব প্রতিবেদক/সজীব কুমার