প্ল্যাটফর্ম নিউজ, ৮ আগস্ট ২০২০, শনিবার
গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে ঘটে যাওয়া প্রচন্ড বিস্ফোরণে বৈরুতের হাসপাতালগুলোতে মারাত্নক ক্ষয়ক্ষতি হয়, যার কারণে বিস্ফোরণে আহতদের হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। এছাড়াও বিস্ফোরণে হাসপাতালের গুদামঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে শহরের ভ্যাকসিনসমূহ গুদামজাত করা ছিল।
বিস্ফোরণ স্থলের কাছাকাছি থাকা সেন্ট জর্জ হাসপাতালকে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বাধ্য করা হয়, যদিও বিস্ফোরণের কারণে হাসপাতালটির অবস্থা চিকিৎসা সেবা দেওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে। হাসপাতালটির নার্স পামেলা মাখউল জানান,
“আহতদের প্রাথমিক সেবা দেওয়ার পর, অন্য হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে খুবই বিপর্যয়, আর কিছুই বাকি নেই এখানে।”
লেবাননের প্রধানমন্ত্রী এই বিস্ফোরণের কারণ হিসেবে ২৭৫০ মেট্রিক টনেরও অধিক এমোনিয়াম নাইট্রেট গুদামজাত করাকে দায়ী করেছেন। এই ভয়াবহ বিস্ফোরণের কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। বিস্ফোরণে এ পর্যন্ত শতাধিকেরও বেশি প্রাণহানি ঘটে এবং ৪০০০ এর অধিক আহত হয়।