সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এ বিষয় মৌখিকভাবে জানানো হলে এ ভাতা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকেরা।
আজ (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখার উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত স্মারকে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।
স্মারকে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হতে ২০% বৃদ্ধি করতঃ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হলো, যা আদেশ জারির তারিখ, অর্থাৎ, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. থেকে কার্যকর হবে।
২। উপযুক্ত আদেশের অনুবৃত্তিক্রমে নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থবছর হতে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই ২০২৫ খ্রি. হতে কার্যকর হবে।”