প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
গত রোববার, বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বার্তা তুমুল সাড়া ফেলে। বার্তাটি ছিলো, “বাংলাদেশ থেকে আগামী মে মাসেই করোনার বিদায় হবে; পূর্বাভাস জানালেন সিঙ্গাপুরের গবেষকরা”।
সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের করা রিসার্চের কথা উল্লেখ করে এ বার্তায় আরো বলা হয়েছিলোঃ সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডাটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা জানিয়েছেন, বাংলাদেশ এ ভাইরাসটি ১৯ মে’র মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মে মধ্যে ৯৯ শতাংশ বিলীন হয়ে যাবে।
বিভিন্ন সূত্রকর্তৃক দাবি করা হয় সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইন তাদের নিজস্ব ওয়েবসাইটে এই বার্তাটি প্রকাশ করেছিল। কিন্তু এ ব্যাপারে খোঁজ নিয়ে এরকম কোনো বার্তা তাদের ওয়েবসাইটে পাওয়া যায়নি।
এ বার্তার সত্যতা প্রকাশ করে লিখা জনাব সৈয়দ মুস্তাক আহমেদ এর ফেইসবুক পোস্ট টি তুলে ধরা হলোঃ
করোনার বিদায়ের দিনক্ষণের বিষয়ে এমন শফিক ভাই সহ বেশ কয়েকজন ফেবু বন্ধু আনন্দের সাথে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজির তথা কথিত গবেষণার সূত্র ধরে জানাচ্ছেন যে, বাংলাদেশ থেকে মে মাসের শেষে করোনা ভাইরাস বিদায় নিবে। চিন্তায় পরে গেলাম এর সত্য-মিথ্যা নিয়ে যদিও খবর শুনে আমিও পুলকিত ছিলাম তাই দিলাম দৌড় ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে। অনেক খুঁজেও এরকমের কোনো গবেষণার খবর পেলাম না। শুধুমাত্র ৬ এপ্রিলে, একটি প্রবন্ধ বেরিয়েছে ‘The four horseman of the Covid – 19 Pandemic’ নামে। আরো দুঃখের কথা যে ডেটা ড্রিভেন ইনোভেশন ল্যাব বলতে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো ল্যাব নেই। আর এই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তে লেখা আছে যে, এটি প্রযুক্তি এবং প্রযুক্তি ভিত্তিক নকশার সমস্ত উপাদানগুলিতে দৃষ্টি নিবদ্ধ করা একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিষয়ের সাথে এর কোন যোগাযোগ নেই।
উক্ত পোস্টে মন্তব্য করে একজন জানালেন, ‘আমি নিজেও তাদের ওয়েবসাইটে দেখেছি এবং ল্যাব সহায়কের সাথে কথা বলেছি। তাদেরকে এই রিসার্চের ব্যাপারে জিজ্ঞেস করেছি। তারা জানিয়েছেন তাদের রিসার্চ পেজে এটি পাবলিশ হয় নি এবং তারা মেডিকেলের বিষয় নিয়ে রিসার্চ করে না। অথচ প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের মতো সংবাদপত্র এ ধরনের মিথ্যা রিসার্চ রিপোর্টে প্ররোচিত হল।’ আরেকজন বলেছেন বাংলাদেশের যেসব মিডিয়া একথা প্রচার করেছেন তাদের জবাবদিহিতার আওতায় এনে প্রয়োজনে শাস্তি প্রদান করতে।
নিজস্ব প্রতিবেদক
The prediction may not be accurate. But they have a lab.
https://ddi.sutd.edu.sg/