১ জানুয়ারি, ২০২৫, বুধবার
আজ থেকে সকল পর্যায়ে ব্যাক্তি/ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধের নির্দেশ প্রদান করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ রোজ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মো: মহিউদ্দিন মাতুব্বর এর স্বাক্ষরিত এক স্বারকে এই নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭/০১/২০২৫ খ্রি: রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজে এম.বি.বি.এস. কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য ১৯ টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা এ যাবৎকালে সর্বোচ্চ সচ্ছতার সাথে অনুষ্ঠিত হয়ে আসছে এবং সচ্ছতার সাথে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সরকারের উর্ধ্বতন নীতিনির্ধারণী মহল সজাগ রয়েছেন সরকারের সকল সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে এবং সর্বোচ্চ সচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিতকল্পে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শাখা -১ শাখার পত্র নং : ৫৯০০০০০০.১৪০.৩৩.০২৯.২৪.৭৫২ তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪ আলোকে আগামী ০১/০১/২০২৫ খ্রি. তারিখ হতে ২২/০১/২০২৫ পর্যন্ত সকল পর্যায়ে ব্যাক্তি/ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা নেওয়া হবে। এ জন্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বদা সজাগ রয়েছে৷ সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানান হলো।
প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান