বরিশালে অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের ছাত্র মাহমুদুল হাসান মামুনের লাশ আজ পাওয়া গেছে । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
রেড ক্রিসেন্ট ইউথ গত ৭ই অক্টোবার ,২০১৫ কুয়াকাটায় একটি বার্ষিক পিকনিকের আয়োজন করেছিল। অন্যান্য ছাত্রদের সাথে মামুনও গিয়েছিল সেই পিকনিকে। বন্ধুদের সাথে সে কুয়াকাটায় সমুদ্রে নেমেছিল । তারপর থেকে আর তাকে পাওয়া যায়নি। স্থানিয় লোক এবং পুলিশের সহযোগিতায় গত দুই দিন তাকে অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে খুঁজে পাওয়া যায় নি। এরপর দীর্ঘ দুইদিনপর আজকে বিকেলে তার নিথর দেহ পাওয়া যায় আট কিলোমিটার দূরে লেবুরচর নামক এলাকায় ।
মামুন নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার, বন্ধুমহল,কলেজের সকল শিক্ষার্থী, ডাক্তারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল এবং সকলে দোয়া করছিল সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মামুন ফিরে এল লাশ হয়ে । তার এই অসময়ে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না ।
।আজ কিছুক্ষনের মধ্যেই ক্যাম্পাসে লাশবাহী গাড়ি চলে আসবে। জানাজা শেষে গাজীপুরে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে।
আমরা প্ল্যাটফর্ম পরিবার বিদেহি আত্নার রুহের মাগফিরাত কামনা করছি ।
ইন্নািলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইন্নািলল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Rest in peace!