২২ জানুয়ারি,২০২০
১৯ জানুয়ারি ২০২০ থেকে ২১ জানুয়ারি ২০২০পর্যন্ত আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হল এন্টিবায়োটিক সচেতনতা প্রোগ্রাম।
১৯ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় র্যালি এবং সিগনেচার ক্যামপেইন এর মাধ্যমে। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন আদ্-দ্বীন মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা.আফিকুর রহমান এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ। তাঁরা প্ল্যাটফর্মের এই রুপ আয়োজনের ভূয়ষী প্রশংসা করেন।
পরবর্তীতে আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা সংবলিত তথ্যবহুল ব্যানার স্থাপন করা হয়। তারপর উক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা হাসপাতালের আউটডোর ও কলেজের আশেপাশের জায়গায় এন্টিবায়োটিকের সচেতনতার কথা এবং লিফলেট বিতরণ করে তাদের সচেতনতার কাজ পরিচালনা করেন।