২৩জুন,২০০৭ থেকে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট এর জন্ম।
সৃষ্টি লগ্ন থেকে মানবতার সেবায় নিঃস্বার্থ ভাবে আপ্রাণ কাজ করে যাচ্ছে সন্ধানীর এই ইউনিটি।
সেই ধারা বজায় রেখেই যাত্রা শুরু কার্যকরী কমিটি ২০১৯-২০এর। যার সভাপতিত্বের দায়িত্ব পান ফাইজুর রহমান ফাহিম আর সাধারণ সম্পাদক হাসানুল হক হিমেল।
সভাপতি ফাহিম ও সাধারণ সম্পাদক হিমেলের হাত ধরে, কার্যকরী কমিটির বাকিদের সাথে নিয়ে মাবতার সেবায় দামাল গতিতে এগিয়ে যাচ্ছে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট।
সেই ধারাবাহিকতাকেই অব্যাহত রাখতে,২৫ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্বেচ্ছায় রক্তদানের স্টলের ব্যবস্থা করেছেন সভাপতি ফাহিম ও সাধারণ সম্পাদক হিমেল।
মেলা চলাকালীন প্রতিদিন চলছে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।একেক দিনের রক্ত সংগ্রহ একেক দিনের থেকে এগিয়ে।১৫.১.২০ইং তারিখে সন্ধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইউনিট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রবিন জানান,”আমাদের আজকের সংগ্রহ বিগত দিনের থেকে অনেক বেশি।আশা করি আগামী দিন গুলতে এই সংগ্রহ আরো বাড়বে”
সেই সাথে তিনি সবাইকে মেলায় আসলে তাদের সেচ্ছায় রক্তদানের এই স্টলে ঘুরে যাবার জন্য আহ্বান জানান।
চীফ রিপোর্টার/হৃদিতা রোশনী