মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবিদের তালিকায় প্রায় ৩০০ জন বুদ্ধিজীবি আছেন ।
আন্তর্জাতিক সাপ্তাহিক “নিউজ উইক” এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা যায় সংখ্যাটি ১০৭০ জন ।
আমি জানতাম না এই ৩০০ জন বুদ্ধিজীবিদের তালিকায় ৫০ জন ডাক্তার আছেন শিক্ষকের সংখ্যার পরই ডাক্তারের সংখ্যাটি। আমার ধারণা ছিল না সংখ্যাটি এত বেশী । আমি নিজেই মাত্র ৩ জনের নাম জানতাম । এর বাইরেও অসংখ্য ডাক্তার , মেডিকেলের ছাত্র শহীদ হয়েছিলেন তখন।
উনাদের নামের তালিকা ,
১। মোহাম্মদ ফজলে রাব্বী
২। আবদুল আলীম চৌধুরী
৩। সামসুদ্দীন আহমদ
৪। আজহারুল হক
৫।হুমায়ুন কবীর
৬। সোলায়মান খান
৭. কায়সার উদ্দীন
৮. মনসুর আলী
৯. গোলাম মর্তুজা
১০. হাফেজ উদ্দীন খান
১১. জাহাঙ্গীর
১২. আবদুল জব্বার
১৩. এস কে লাল
১৪. হেমচন্দ্র বসাক
১৫. কাজী ওবায়দুল হক
১৬. মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী
১৭. আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন
১৮. হাসিময় হাজরা
১৯. নরেন ঘোষ
২০. জিকরুল হক
২১. সামসুল হক
২২. এস রহমান
২৩. এ গফুর
২৪.মনসুর আলী
২৫. এস কে সেন
২৬. মফিজ উদ্দীন
২৭. অমূল্য কুমার চক্রবর্তী
২৮. আতিকুর রহমান
২৯. গোলাম সরওয়ার
৩০. আর সি দাশ
৩১. মিহির কুমার সেন
৩২. সালেহ আহমদ
৩৩. অনীল কুমার সিংহ
৩৪. সুশীল চন্দ্র শর্মা
৩৫. এ কে এম গোলাম মোস্তফা
৩৬. মকবুল আহমদ
৩৭. এনামুল হক
৩৮. মনসুর (কানু)
৩৯. আশরাফ আলী তালুকদার
৪০. লেঃ জিয়ায়ুর রহমান
৪১. লেঃ কঃ জাহাঙ্গীর
৪২. বদিউল আলম
৪৩. লেঃ কঃ হাই
৪৪. মেজর রেজাউর রহমান
৪৫. মেজর নাজমুল ইসলাম
৪৬. আসাদুল হক
৪৭. নাজির উদ্দীন
৪৮. লেঃ নূরুল ইসলাম
৪৯. কাজল ভদ্র
৫০. মনসুর উদ্দীন
তথ্য ঃ ডা. মোঃ ফাহাদ
ডাক্তার,মেডিক্যাল শহীদ বুদ্ধিজীবিদের নামে তালিকা প্রকাশের জন্য ধন্যবাদ। তাঁদের জেলা/উপজেলা/গ্রামের নাম এবং কোনস্থানে শহীদ হয়েছেন বিস্তারিত দিলে ভাল হত।