বুধবার, ০১ জানুয়ারি, ২০২৪
আজ বুধবার ( ১ জানুয়ারি) বছরের প্রথম দিনে গণঅভ্যুথানে আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় আহতদেরর কার্ড প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
গতকাল (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামীকাল ১ জানুয়ারি বছরের প্রথম দিনে ৩৬ জুলাইয়ের আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করবেন। আগামীকাল বিকাল সাড়ে পাঁচটায় প্রধান উপদেষ্টা যমুনাতে এই অনুষ্ঠান করার ব্যাপারে সম্মতি দিয়েছেন।”
প্ল্যাটফর্ম/